ফরিদপুরে চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের পুরস্কার বিতরণ
ফরিদপুর শহরতলীর রঘুনন্দনপুর এলাকার সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ডকেয়ার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার স্কুলের হল রুমে অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌর সভার কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল। চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুল কমিটির সভাপতি মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সেকেন ঠাকুর,স্কুলের পরিচালক এস এম বশির।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র-ছাত্রীদের অভিভাবক মোঃ শের আলী, সেন্টুমোল্লা, স্কুলের অধ্যক্ষ হোসনেআরা বেগম, শিক্ষক রাজিয়া সুলতানা, রেশমা খানম, মরিয়ম বেগম, আশা আক্তার, ঝুমা আক্তার ও পবিত্র কুমার।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি