নতুন বছরের প্রথম দিনে গণমিছিল করবে জাতীয় পার্টি
দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি রাজধানীতে গণমিছিল করবে জাতীয় পার্টি। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে দলটি। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। সভায় জিএম কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষ বিরক্ত। দেশের মানুষ এখন তৃতীয় শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি হলো সে তৃতীয় শক্তি। আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রংপুরে বিজয় অর্জন করেছি। তেমনিভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য জোর প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সভায় জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, রংপুরের বিজয়ের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে জাতীয় পার্টির অগ্রযাত্রা রুখতে পারবে না। রংপুরের বিজয়যাত্রা আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আগামী ১ জানুয়ারি ঢাকায় গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হবে জাতীয় পার্টির গণভিত্তি অনেক সুদৃঢ় ও শক্তিশালী।
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম ফয়সাল চিশতি, সৈয়দ আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, মোহাম্মদ নোমান মিয়া এমপি, নাজমা আক্তার, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ভাইস চেয়ারম্যান এম এ সাত্তার, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু ও জহিরুল ইসলাম রুবেল।
শ্যামপুর এমপি বাবলার গণসংযোগ: এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাঙ্গল মার্কার পক্ষে বৃহস্পতিবার শ্যামপুর থানার ৪৭ নং ওয়ার্ডে বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ করেছেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
এ সময় বাবলার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য সাংবাদিক সুজন দে, ৪৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হানিফ সর্দার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামপুর থানার সভাপতি সুনীল দাশ (টাইগার) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামপুর থানার ভারপ্রাপ্ত সভাপতি গোপাল দাশসহ স্থানীয় জাতীয় পার্টি ও বিভিন্ন সামাজিক পেশাজীবী ও ধর্মীয় সংগঠনের নেতারা।