চরভদ্রাসনে ৪ নং ওয়ার্ডে উপ-নির্বাচন সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন বৃহস্পতিবার অত্যান্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে ফুটবল প্রতীকে মোঃ একলাস প্রামাণিক ৮২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আঃ মোন্নাফ খালাসী টিউবওয়েল প্রতীকে ৬০৫ ভোট পেয়েছেন।

জানা যায়, সকাল ৮ থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম। উপজেলা সদর ইউনিযনের এমপি ডাঙ্গী গ্রাম, এম.কে. ডাঙ্গী গ্রাম ও ইউসুপ সিকদার ডাঙ্গী গ্রাম মিলে ৪ নং ওয়ার্ড গঠন করা হয়েছে।

এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১২৩ জন। এরমধ্যে উপ-নির্বাচনে মোট কাষ্ট হয়েছে ১৪৪৮ ভোট। কাষ্টিং ভোটের মধ্যে ফুটবল প্রতীক প্রার্থী মোঃ একলাস প্রামাণিক ৮২৮ ভোট এবং টিউবওয়েল প্রতীকে আঃ মোন্নাফ খালাসী পেয়েছেন ৬০৫ ভোট। এছাড়া কাষ্টিং ভোটের মধ্যে ১৫টি বাতিল ভোট রয়েছে বলেও জানা যায়।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি