বিকাশে প্রতারণার অভিযোগ,আটক ৪

বিকাশে লেনদেনের তথ্য স্ক্যান করে অভিনব পন্থায় জনসাধারণের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতরা হলো নাসির হোসেন (২২), রাসেল (২২), হানিফ (২০) ও শাহাবুদ্দিন (২০)।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগর ও মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব -২। র‍্যাব -২ এর অপারেশন অফিসার এএসপি রবিউল ইসলাম জানান, প্রতারক চক্রের সদস্যরা বিকাশ এজেন্টের দোকানে গিয়ে লেনদেনের তথ্য স্ক্যান করে তাদের লিডারের কাছে পাঠাত। সেসব তথ্যের উপর ভিত্তি করে চক্রটি বিকাশে টাকা পাঠানোর মত মেসেজ পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করত।

তারপর তারা ওই নাম্বারে ফোন করে ভুলে টাকা গেছে বলে টাকা ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানাত। ফাঁদে পড়ে অনেকেই টাকা পাঠানোর পর ব্যালেন্স চেক করে বুঝতে পারতেন তারা প্রতারিত হয়েছেন। চক্রটি দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।