‘লাঙ্গলে ভোট দিয়ে ফল পায়নি তাই ধানের শীষকে বেঁচে নিয়েছে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু বলেছেন, রংপুরে এক সময় লাঙ্গলের প্রতি মানুষের আকর্ষণ ছিল। কিন্তু এখন লাঙ্গলের আকর্ষণ কমে গেছে। লাঙ্গল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা। এখন মানুষ বিকল্প হিসেবে ধানের শীষকে বেঁচে নিয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রসিকে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না দাবি করে টুকু বলেন, রংপুরে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে ধানের শীষের ভোটে বিপ্লব ঘটতো। এই বিপ্লব ঠেকানোর জন্য যতোরকম ব্যবস্থা আছে সব করেছে। রংপুরে ইসির পরীক্ষা ছিল কিন্তু তারা উত্তীর্ণ হতে পারেননি। বিএনপির এই নেতা বলেন, রংপুরে যেটা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ কনটেস্টে নেই। সেখানে ধানের শীষ ও লাঙ্গলের কনটেস্ট। রংপুরে এতোদিন মানুষ লাঙ্গলে ভোট দিয়ে কোনো ফল পায়নি তাই ধানের শীষকে বেঁচে নিয়েছে তারা।

তিনি বলেন, বিএনপি যাতে নির্বাচন করতে না পারে তাই সরকার বিভিন্ন রকম খেলা খেলেছে। দলের নেতাকর্মীরা যাতে মাঠে নামতে না পারে এ ব্যবস্থাও তারা করেছেন। তবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আবদুস সালাম, মুনির হোসেন, আবদুস সালাম আজাদ ও আমিনুল ইসলাম প্রমুখ।