‘ভি’ আল্লার ওপর ছেড়ে দিয়েছিঃ ঝন্টু
আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন ঝন্টু বলেন, উৎসব মূখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। আজ সকালে সলেমা বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আমি যেখানে ভোট দিলাম সেখানে আমার শৈশব কেটেছে।
তিনি বলেন, নির্বাচনে একজন হারবে একজন জিতবে এই মানসিকতা নিয়েই আমি নির্বাচনে আসেছি। আমার মার্কার মালিক বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি যদি জয়ী হতে পারি তাহলে তার কাছ থেকে টাকা এনে আমি সমগ্র রংপুর শহরকে ঢেলে সাজাবো।
তিনি আরো বলেন, সুষ্ঠুভাবে ভোট হলে আমি জনগণের রায় মেনে নেবো। তিনি জনগণের উদ্দেশে বলেন, ভোট আপনাদের অধিকার। আপনারা ভোট দিয়ে আপনাদের ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন। আপনারা যেভাবে আচরণ করছেন জনগণের সাথে এভাবে আচরণ করলে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে। সবশেষে সাংবাদিকরা তাকে ‘ভি’ চিহ্ন দেখাতে বললে তিনি বলেন, আমি ‘ভি’ দেখাই না। ‘ভি’ আল্লার উপর ছেড়ে দিয়েছি।
এই ভোট কেন্দ্রে মোট ভটারের সংখ্যা ৩৭১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৮৮৩ ও মহিলা ভোটারের সংখ্যা ১৮৩২। ভোট গ্রহণের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য ৬টি করে মোট ১২ টি বুথ রাখা হয়েছে। তবে অন্যান্য ভোট কেন্দ্রের চেয়ে এই কেন্দ্রে ভোটারের সংখ্যা খুবই কম।