বিনিশা’র লাশ নিতে ঢাকা আসছেন তার ভাই

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পাইওনিয়ার ডেন্টাল কলেজে আত্মহননের পথ বেছে নেয়া নেপালি ছাত্রী বিনিশা শাহ’র লাশ নেওয়ার জন্য তার ভাই ঢাকা আসছেন।

আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে বিনিশার লাশ নিয়ে দেশে ফিরবেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে হল থেকে বেরিয়ে হোস্টেলে গিয়ে আত্মহত্যা করেন কলেজটির নেপালি শিক্ষার্থী বিনিশা শাহ। পরে তার স্বদেশী রুমমেট রোখসা কক্ষে ফিরে দেখেন রুম ভেতর থেকে বন্ধ। অনেক চেষ্টার পর বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখেন বিনিশা রশিতে ঝুলছেন।

খবর পেয়ে ওই দিন দুপুর পৌনে ২টার দিকে ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল রুম থেকে বিনিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই বিনিশার মৃত্যুর ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার বিনিশিার শেষ অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) পরীক্ষা হওয়ার কথা ছিল। শুক্রবার বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটও বুকিং দিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন ঢাকার পাইওনিয়ার ডেন্টাল কলেজের ২৩তম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষার্থী নেপালি নাগরিক বিনিশা শাহ।

বুধবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে বিনিশার লাশ মর্গের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ফরেনসিক বিভাগের প্রধান ডা.সোহেল মাহমুদ বলেন, বিনিশা আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা আসলে বিনিশার লাশ হস্তান্তর করা হবে।

বিনিশার লাশ নিতে নেপাল থেকে বাবা-মা আসার কথা থাকলেও পাসপোর্ট জটিলতায় আসতে পারছেন না বলে উল্লেখ করে বিনিশার স্বদেশী ও সহপাঠী সর্বাজ্ঞা সাংবাদিকেদর বলেন, বিনিশার বড় ভাই আমার মোবাইলে কল দিয়েছিলেন। তিনি বৃহস্পতিবার দুপুরের মধ্যে বাংলাদেশে আসবেন। দুপুরে বিমানবন্দরে নামার কথা রয়েছে। বাংলাদেশি নিয়ম-কানুন মেনে বিনিশার লাশ নিয়ে দেশে ফিরবেন তিনি।

এ বিষয়ে বাড্ডা জোনের এসি আশরাফুল ইসলাম জানান, নিহতের পরিবারের সঙ্গে নেপাল দূতাবাসের যোগাযোগ হয়েছে। বৃহস্পতিবার নিহতের ভাই আসছেন লাশ নিতে।