বিক্ষোভের কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফর বাতিল
বিক্ষুব্ধ পরিস্থিতি এড়াতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইহুদিবাদী ইসরাইল ও মিশর সফর বাতিল করেছেন। গতকাল (সোমবার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পেন্সের সফর বাতিলের কথা নিশ্চিত করেছে।
আজ থেকে এ সফর শুরুর কথা ছিল। তবে, সাম্প্রতিক বিক্ষোভের কারণে এ সফর বাতিল করা হয় নি বলে দাবি করেছে হোয়াইট হাউজ। সফর বাতিলের বিষয়ে হোয়াউট হাউজ বলছে, সিনেটে ট্যাক্স নিয়ে শিগগিরি ভোটাভুটি হবে এবং সেখানে ভাইস প্রেসিডেন্টের সমর্থন প্রয়োজন রয়েছে। এ কারণে তার সফর স্থগিত করা হলো। আমেরিকা দা বি করছে, ইতিহাসে ট্যাক্স কাটছাঁটের এটাই হবে সবচেয়ে বড় ঘটনা।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ও গোটা মধ্যপ্রাচ্যে বিক্ষুব্ধ পরিস্থিতির সষ্টি হয়েছে। এছাড়া, খোদ আমেরিকাসহ সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এ অবস্থার মধ্যে পেন্সের সফর বাতিল করা হলো।