ফরিদপুরে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আক্বসার পবিত্র শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে হেফাজত ইসলাম ফরিদপুর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে ফরিদপুর শহরের আলীপুর গোরুস্থান মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মজিব সড়ক দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ ।

পরে হেফাজত ইসলাম ফরিদপুর শাখার আমীর আল্লামা জহুরুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন হেফাজত ইসলাম ফরিদপুর শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আযাদ, সাধারণ সম্পাদক আল্লামা লিয়াকত আলী, জামেয়া আরাবিয়া ফরিদিয়া শ্যাম সুন্দরপুরের মুতাওয়াল্লি শেখ ফরিদ উদ্দিন, হেফাজত ইসলাম ফরিদপুর শাখার যুগ্ন-সম্পাদক মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা নিজামদ্দিন ,সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা দেলোয়ার প্রমুখ।বক্তরা অভিলম্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের এই ঘোষণা প্রত্যাহারের দাবী জানান। বিকেলে একই দাবিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি