দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ৮ মুক্তিযোদ্ধা আহত
উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অটোরিকশা উল্টে ৮ মুক্তিযোদ্ধাসহ মোট ৯ জন আহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে পাঁচপীর মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলনের পর ব্যাটারিচালিত অটোরিকশাযোগে উলিপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে যাওয়ার পথে দুর্গাপুর বাজার সংলগ্ন সেতু মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ মুক্তিযোদ্ধাসহ ৬ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শাহিনুর রহমান সরদার। আহত মুক্তিযোদ্ধারা হলেন- আব্দুল জব্বার, আবু ইউসুফ, রোস্তম আলী, সাইদুর রহমান, মশিয়ার রহমান, আব্দুস ছাত্তার, ওসমান আলী এবং আব্দুর রহিম। এদের মধ্যে গুরুতর আহত আবু ইউসুফকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আব্দুর রজ্জাক জানান, দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধারা সবাই শনিবার সকালে পাঁচপীর মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলনের পর ব্যাটারিচালিত অটোরিকশাযোগে উলিপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে যাচ্ছিলেন। এসময় দুর্গাপুর বাজার সংলগ্ন সেতুর কাছে মোড় ঘোরার সময় অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশা চালক রশিদ ও অটোতে থাকা ৮ জন মুক্তিযোদ্ধা মারাত্মক আহত হন।
খবর পেয়ে আহত মুক্তিযোদ্ধাদের দেখতে হাসপাতালে যান অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ। অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি