দক্ষিণখানে ৩৫০ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

রাজধানীর দক্ষিণখানে বিপুল পরিমান ইয়াবাসহ তোফাজ্জল হোসেন সুজন (৩০) নামের এক নাম সর্বস্ব পত্রিকার কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

১৪ ডিসেম্বর ২০১৭ইং তারিখ দক্ষিণখান থানাধীন পেয়ারা বাগান এলাকা থেকে বৃহষ্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে সাংবাদিকতার নামে ইয়াবাসহ ব্যবসা করত বলে দাবি পুলিশের। সে বর্তমানে দক্ষিণখান মোল্লারটেকের বজলুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন খামারাদি তালুকদার বাড়ী।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রতিবেদককে বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃত সুজন সাংবাদিকের কার্ড ঝুলিয়ে দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রির করতে আসলে পেয়ারা বাগান এলাকায় জব্দ করা হয়েছে। যা তার জিন্সের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

তানজীন মাহমুদ তনু, নিজস্ব প্রতিনিধি