এবার শীতকালেও সাজুন জমিয়ে!

নিজেকে রঙিন করে সাজিয়ে তোলার জন্য দারুণ সময় শীতকাল৷ স্টাইলিশ বুট এবং উলের পোশাক টিম-আপ করে ফ্যাশনিস্তা হয়ে উঠতে পারেন এই মরশুমে৷

ময়শ্চারাইজার বদলানো দরকার
প্রথমেই নিজের ময়শ্চারাইজারের বোতল বদলে নিতে হবে এই মরশুমে৷ ওয়াটার বেসড ময়শ্চারাইজারের বদলে অয়েল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন৷ ত্বককে নরম ও সুন্দর করে তোলার জন্য দিনে একাধিকবার ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি৷

সানস্ক্রিন ব্যবহার করতে হবে
শীতে রোদের তেজ কম, তাই সানস্ক্রিন না ব্যবহার করলেও চলে৷ এই ধারণা কিন্তু একেবারে ভুল৷ সূর্যের নরম আলোও আপনার ত্বক পুড়িয়ে দিতে পারে৷ ফলে এই মরশুমেও দিনে সানস্ক্রিন ব্যবহার করতে হবে৷

জল খাওয়া জরুরি
শীতকালে ত্বক ভীষণ রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়৷ শুধুমাত্র বাইরে থেকে ময়শ্চারাইজ করলে চলবে না৷ বরং প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করুন৷ এটি আপনার ত্বককে ভিতর থেকে হাইড্রেট করবে৷ ফলত আপনার ত্বক শীতকালেও হয়ে উঠবে সুন্দর৷

খুব গরম জলে স্নান নয়
ভীষণ শীতে গরম জলে স্নান করতে বেশ ভালো লাগে৷ তবে নিয়মিত গরম জলে স্নান করা বন্ধ করুন৷ কারণ গরম জল ত্বক রুক্ষ করে তোলে৷ তার চেয়ে বরং ঈষদুষ্ণ জলে স্নান করুন৷ ত্বক ভালো থাকবে৷

সঠিক রং বাছতে হবে
শীতকালে মেকআপ করার সময় সঠিক রং বাছাই করা জরুরি৷ এই মরশুমে চোখে খয়েরি এবং ধূসর শেডের আইশ্যাডো অ্যাপ্লাই করুন৷ হাল্কা সাজের সঙ্গে নিউট্রাল লিপ কালার ব্যবহার করতে পারেন৷ তাছাড়া বেশ বোল্ড লিপ কালার ট্রাই করা যেতে পারে৷

মেকআপের আগে লোশন ব্যবহার
যদি আপনার ত্বক খুব রুক্ষ ধরনের হয় তাহলে মেকআপ করার আগে অবশ্যই ভালো কোনও লোশন লাগিয়ে নিন৷ তাহলে ত্বকের ময়শ্চার বজায় থাকবে৷

ফাউন্ডেশন বদলান
ময়শ্চারাইজারের সঙ্গে সঙ্গে ফাউন্ডেশনও বদলাতে হবে৷ ক্রিম বেস লিকু্যইড ফাউন্ডেশন ব্যবহার করলে ভালো হয়৷ শুধু লক্ষ্য রাখবেন যেন স্কিন টোনের সঙ্গে ফাউন্ডেশন ম্যাচ করে৷

কন্ডিশনার জরুরি
শীতে চুল বেশি রুক্ষ হয়ে পড়ে৷ তাই বিশেষ করে শীতকালে কন্ডিশনার ব্যবহার করা অত্যন্ত জরুরি৷ অন্যান্য মরশুমে যতটা কন্ডিশনার ব্যবহার করেন, এই মরশুমে তার চেয়ে বেশি কন্ডিশনার ব্যবহার করতে হবে৷

অয়েল মাসাজ নিন
শীতকালে খুশকির সমস্যাও খুব বেশি হয়৷ যাতে সেই সমস্যা না হয় সেই কারণে স্যালোঁয় অয়েল মাসাজ নিতে পারেন মাঝেমধ্যে৷ বাড়িতে মায়ের হাতে হট অয়েল মাসাজও নিতে পারেন৷