‘মেধা শূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল’

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার ঘাতকরা পরাজয় নিশ্চিত জেনে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল। তারা বাঙালি জাতিকে মেধা-মনন শূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদাত বরণকারী বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, একাত্তরের এই দিনের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা। যা বিশ্বের শান্তিকামী মানুষদের স্তম্ভিত করেছিল। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলেই মিলেমিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে যাবে এমনই প্রত্যাশা বিরোধী দলীয় নেতার।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com