মোড়কে কোম্পনির নাম না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মোড়কে কোম্পনির নাম না থাকাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- কিংস কনফেকশনারি, নিডস ডিপার্টমেন্ট অ্যান্ড স্টোর, ময়ূরী কনফেকশনারি অ্যান্ড জেনারেল স্টোর, নিকোরণ জেনারেল স্টোর ও ব্লু প্রিন্ট ফার্মেসি। বুধবার অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এসব প্রতিষ্ঠানকে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এর মধ্যে মোড়কে পণ্যের ব্যবহৃত উপাদান ও কোম্পানির নাম লেখা না থাকায় কিংস কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অভিযোগে নিডস ডিপার্টমেন্ট অ্যান্ড স্টোরকে ৮০ হাজার, ময়ূরী কনফেকশনারি অ্যান্ড জেনারেল স্টোরকে ৪০ হাজার, নিকোরণ জেনারেল স্টোরকে ২০ হাজার এবং ব্লু প্রিন্ট ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও বুধবার সহকারী পরিচালক শাহনাজ সুলতানা কর্তৃক পাঁচজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানার বাতাসা, চাচার ধাবা, প্রোটেনশিয়াল ড্রাগ হাউজ, চায়না সিজলিং (ভূতের আড্ডা), ট্রাস্ট শর্মা হাউজসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে পুরস্কার হিসেবে জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে প্রদান করা হয়।