ট্রাম্পের বিরুদ্ধে তিন নারীর যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ
মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে জেসিকা লিডস, রেচেল ক্রুকস ও সামান্থা হালভি নামে তিন নারী বিভিন্ন সময়ে ট্রাম্প তাদের যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ করেন।
একই সাথে, মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানান তারা। তারা বলেন, অভিযুক্ত ব্যক্তি পদত্যাগ না করলেও অন্তত তার বিচার হওয়া উচিত। এ নিয়ে কমপক্ষে ১৬ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ আনলেন। সংবাদ সম্মেলনে, হয়রানির শিকার ওই ১৬ নারীর বক্তব্য নিয়ে বানানো একটি ভিডিওচিত্র দেখানো হয়।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com