খ্যাতির শীর্ষে থেকেও হেনস্তার শিকার ‘ওয়ান্ডার ওমেন’
সম্প্রতি ‘ওয়ান্ডার ওমেন’ ছবির অভিনেত্রীর একটি ভিডিও নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে। হলিউডের ব্যবসা সফল ছবি ওয়ান্ডার ওমেনে ‘ওয়ান্ডার ওমেন’ চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলে জন্ম নেওয়া অভিনেত্রী গ্যাল গাডট। ভিডিওটিতে পর্ন ছবিতে দেখা গেছে ‘ওয়ান্ডার ওমেন’ গ্যাল গাডটকে।
জনপ্রিয় হলিউড অভিনেত্রীর এমন রূপ দেখে অবাক হন দর্শকরাও। দৃশ্যগুলি দেখার পর এই প্রশ্নই জেগেছিল দর্শকদের মনে। কিন্তু একটু ভাল করে ভিডিওটি লক্ষ্য করতেই বেরিয়ে গেল আসল সত্যিটা। সবই প্রযুক্তির কেরামতি। যার সুযোগ নিয়েই এমন ভিডিও তৈরি করা হয়েছে।
এক সূত্রে জানা যায় ‘ডিপফেকস’ নামে এক প্রোগ্রামার এই ভিডিও তৈরি করেছে। ভিডিওটি একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে কোনও এক পর্নস্টারের শরীরে গ্যাল গাডটের মুখ বসানো হয়েছে।
‘টেনসরফ্লো’ নামে গুগলের এক ওপেন-সোর্স মেশিন লার্নিং টুল দিয়ে এই কাজ করেছে ওই প্রোগ্রামার। টুলটি গবেষকদের জন্য ফ্রি-তেই রেখেছে গুগল। তবে এভাবে তার অপব্যবহার করা হয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। চলতি বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘ওয়ান্ডারওম্যান’, এর অন্যতম কারণ ৩২ বছরের অভিনেত্রী। এর জন্য কম খাটতে হয়নি অভিনেত্রীকে। শুটিংয়ের সময় তিনি গর্ভবতী ছিলেন। সেই অবস্থাতেই অ্যাকশন ফ্লিকের জন্য শট দিয়েছেন।
এক সাক্ষাৎকারে গ্যাল জানান, শুটিংয়ের শেষের দিকে তিনি জানতে পারেন গর্ভাবস্থার কথা। কিন্তু কাউকে জানাননি। খুবই কষ্টে গোপন রেখেছিলেন সমস্ত কিছু। ‘ওয়ান্ডার উওম্যান’ তাঁর জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল। তা হাতছাড়া করতে চাননি তিনি।
আইএমডিবি-র মতো অনলাইন সংস্থা তাঁকেই চলতি বছরের সেরা তারকা হিসেবে স্বীকৃতি দিয়েছে। খ্যাতির শীর্ষে থেকেও এমন হেনস্তার শিকার হতে হল অভিনেত্রীকে।