কোহালি নয়, শর্মাই থাকছেন অনুষ্কা!

সবে বিয়ে হয়েছে অনুষ্কা শর্মা ও বিরাট কোহালির। দুই সেলিব্রিটির বিয়ে নিয়ে উন্মাদনা চলছে বিনোদন দুনিয়াই। চার বছর ধরে বিরাট-অনুষ্কার সম্পর্ক দেখেছে সকলে। এ বার তাঁদের সিনেমার মতো ডেস্টিনেশন ওয়েডিং-ও মন জয় করেছে দর্শকদের।

বিয়ের পর এ বার এ বার দেশে ফেরার পালা, রিসেপশনের পালা। বিরাট কোহালি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। অনুষ্কা বলিউডের প্রথম সারির নায়িকা।

এরই মধ্যে অনেকের প্রশ্ন, বিয়ের পর অনুষ্কা কি তাহলে বিরাটের পদবীই ব্যবহার করবেন। বলিউড অভিনেত্রীর পাশাপাশি, তিনি তো এখন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডিও। সাধারণত বিয়ের পর মেয়েরা যা করে থাকেন, তেমনই কি করবেন অনুষ্কা?

উত্তর, না। আসলে এই তথ্য মিলেছে সব্যসাচী মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম পেজে।

বিরুষ্কার বিয়ে ও আগামী রিসেপশনের ড্রেস ডিজাইন করেছেন সব্যসাচী। তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজে বিরাট-অনুষ্কার বিয়ের নানা ছবিও শেয়ার করেছেন। সেখানেই অনুষ্কাকে ‘দ্য সব্যসাচী ব্রাইড’ বলে উল্লেখ করে লেখা হয়েছে, ‘অনুষ্কা শর্মা কোহালি’। আর এখানেই সব্যসাচী সব জল্পনার অবসান করে ফেলেছেন বলে মনে করা হচ্ছে।

বিয়ের পর অনুষ্কা যে ‘কোহালি’ হচ্ছেন না, থাকছেন অনুষ্কা শর্মা এবং জুড়ে নিচ্ছেন কোহালি, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে সব্যসাচীর এই পোস্টে।