‘ইইউ’র উচিত রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসা’
ইউরোপীয় ইউনিয়নের উচিত রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসা এবং মিয়ানমারে তাদের ফিরে যেতে সাহায্য করা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি স্ট্রাসবুর্গে, ইউরোপীয় পার্লামেন্টের প্লেনারি সেশনে গতকাল একথা বলেছেন।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাবার সুব্যবস্থা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে প্রকৃত ত্রাণ ও অর্থ সাহায্য দেওয়া প্রয়োজন বলেও মোগেরিনি মন্তব্য করেন। চলতি বছরের আগস্টে মিয়ানমারের উগ্র বৌদ্ধ ও সামরিক জান্তা নতুন করে যে বর্বর আক্রমণ চালিয়েছে তাতে ৬ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে ইউরোপীয় ইউনিয়ন সাহায্য করবে। একইভাবে রাখাইন প্রদেশে মানবাধিকার সংস্থাগুলো যেন আবার তাদের কার্যক্রম চালাতে পারে সেরকম পরিস্থিতি সৃষ্টির ওপর মোগেরিনি গুরুত্বারোপ করেন।
এছাড়া ওই বর্বর হামলা থেকে বাঁচতে ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।