নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। অধিনায়কত্ব হারিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “আমরা মনে করেছি এখানে পরিবর্তন দরকার, আমরা মুশফিকের সেরা ব্যাটিংটা দেখতে চাই।”
“আশা করি মুশফিক চাপমুক্ত হয়ে ব্যাট করতে পারবেন, আমরা চার পাঁচ বছরের একটি পরিকল্পনা নিয়েছি।”
সাকিব আল হাসান বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কও হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়ক হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে এবছর এপ্রিল মাসে মাশরাফি বিন মর্তুজা টি-২০ থেকে অবসরের ঘোষণা দিলে, টি-২০তেও অধিনায়কত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান ২০০৯ সালে প্রথম বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলে বাংলাদেশ।