চট্টগ্রামের ইপিজেডে এক্সিম ব্যাংকের নতুন শাখা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
চট্টগ্রামের ইপিজেডে এক্সিম ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ সিকান্দার বলেন, এক্সিম ব্যাংক নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতির বিষয় তুলে ধরে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, সবাইকে ব্যাংকের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লি. এর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মনসুর উদ্দীন আহম্মেদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি মোশাররফ হোসেন মজুমদারসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও এলাকার ব্যক্তিবর্গরা।