আফতাবনগরে গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর আফতাবনগর এলাকা থেকে মঞ্জিল হক (২৮) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার আফতাবনগরের ৩ নম্বর রোডের আটতলা ভবনের ছয় তলার একটি ফ্ল্যাট থেকে মঞ্জিল হকের লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঞ্জিল হক আটতলা ভবনটির ছয়তলায় বসবাস করতেন। ফ্ল্যাটটির মালিক তিনি। ওই ফ্ল্যাট থেকেই তার গলাকাট লাশ উদ্ধার করা হয়। এই বিষয় নিয়ে অতি শীঘ্রইতদন্ত শুরু করবে বলে জানান তিনি।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com