ভালোবাসার গল্পে নিলয়-কাজলের “বিহাইন্ড দ্যা লাভ”

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এবার সামনে আসছেন নিলয়-কাজল ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও কাজল সুবর্ণ। সম্প্রতি তারা জুটি বেধে অভিনয় করছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম “বিহাইন্ড দ্যা লাভ”।

“বিহাইন্ড দ্যা লাভ” শিরোনামের স্বল্পদৈর্ঘ্যটি চিত্রনাট্য ও পরিচালনা করছেন অভিনেত্রী নিলয় আলমগীর নিজেই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গল্প সর্ম্পকে জানতে চাইলে কাজল সুবর্ণ বলেন, ‘বিহাইন্ড দ্যা লাভ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূলত ভালোবাস কেন্দ্রিক একটা গল্প কে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে।

তিনি আরো বলেন আশা করি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দর্শককের ভালো লাগবে ‘বিহাইন্ড দ্যা লাভ’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি শিগগিরই অভিনেতা নিলয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

 

তানজিন মাহমুদ তনু, নিজস্ব প্রতিনিধি