ফেসবুকভিত্তিক ই-কমার্স সেবা দিচ্ছে শপআপ

শপআপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ বলেন, ফেসবুকের মাধ্যমে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। কিন্তু সঠিক প্রচারের অভাবে অনেকেই সফলতার মুখ দেখতে পারেন না। তাদের জন্যই এই উদ্যোগ।

ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের জন্য ফেসবুকভিত্তিক ই-কমার্স সেবা দিচ্ছে শপআপ নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার থেকে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে এ নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, শপআপে অ্যাকাউন্ট খুলে যে কেউ ফেসবুকের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন। বিকাশের মাধ্যমে তাদের পণ্য ফেসবুকে বুস্ট করতে পারবেন। তাদের উদ্যোগ কীভাবে এগিয়ে নেয়া যেতে পারে সে বিষয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ দেবে শপআপ।

ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিনেই শপআপের স্টলে ছিলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। স্টলের বাইরে ফেসবুক ফ্রেমের সঙ্গে সেফতি তুলতে মেতেছেন তরুণ-তরুণীরা।