বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে পার্বত্য মেলা 

১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদার এ তথ্য জানান।

আন্তর্জাতিক পার্বত্য দিবস উপলক্ষে ঢাকায় পাঁচ দিনব্যাপী পার্বত্য মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। শিল্পকলা একাডেমি মাঠে এই মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দিতে ঢাকার শিল্পকলা একাডেমিতে ৭ -১১ ডিসেম্বর পার্বত্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯২টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।’

অতিরিক্ত সচিব বলেন, ‘মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন।’ মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা থাকবে বলেও জানান তিনি।

এবার পার্বত্য দিবসের প্রতিপাদ্য বিষয় ‘পার্বত্য অঞ্চলের ঝুঁকি : জলবায়ু, ক্ষুধা, অভিবাসন’ জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, ‘পর্বতে আমরা তিনটি (জলবায়ু, ক্ষুধা, অভিবাসন) বিষয়েই সমস্যা মোকাবেলা করছি। চলতি বছর দেশে বড় ধরনের পাহাড় ধস হয়েছে।’

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে পাহাড়ি এলাকায় না প্রবেশ করে সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গারা যদি পাহাড়ি এলাকায় প্রবেশ করে তবে পাহাড়ের উপর, পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে।’

১১ ডিসেম্বর সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী ‘পার্বত্য অঞ্চলের ঝুঁকি: জলবায়ু, ক্ষুধা, অভিবাসন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেও জানান কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধান অতিথি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা ও ফিরোজা বেগম চিনু এবং সাবেক সচিব কাজী গোলাম রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

অতিরিক্ত সচিব আরও বলেন, ‘অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মন্ত্রণালয়ের এসআইডি-সিএইচটি প্রকল্পের প্রধান কারিগরি বিশেষজ্ঞ রাম শর্মা।’