পঞ্চাশ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে।

 তিনি বলেন, সর্বনিম্ন দরদাতা হিসেবে কোরিয়ার মেসার্স সিং সং ফুড কর্পোরেশন প্রতি টন ২৪৫ দশমিক ৩৫ মার্কিন ডলার ব্যয়ে মোট ১০১ কোটি ৮২ লাখ টাকায় এই গম সরবরাহ করবে। এর আগে গত ২৩ আগষ্ট দুইটি পৃথক প্রস্তাবের মাধ্যমে ১ লাখ টান গম আমদানির অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ওই দিন কমিটির সভায় একটি প্রস্তাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রতি মেট্রিক টন ২৫১ মার্কিন ডলার হিসেবে এতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছিল ১০৪ কোটি টাকা।

গত ২৩ আগষ্ট অন্য একটি প্রস্তাবের মাধ্যমে আরেকটি ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রতি মেট্রিক টন ২৪৯ দশমিক ৩৮ মার্কিন ডলার হিসেবে এতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছিল ১০৩ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকা।