দেশের বাজারে এলো ‘আইফোন ১০’
বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বিক্রির ঘোষণা দেয় ফোনটির পরিবেশক কম্পুস্টার প্রাইভেট লিমিটেড। এসময় জানানো হয়, ৭ ডিসেম্বর থেকে আইফোন ১০ বাজারে পাওয়া যাবে।
ফোনটিতে ডুয়েল ১২ মেগাপিক্সেল ‘ট্রু ডেপথ’ ব্যাক ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পোট্রেট মোডে সেলফি তোলা যাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো ব্যাক ক্যামেরার সঙ্গে পাবেন ১০ এক্স ডিজিটাল জুম এবং ৬ এক্স ভিডিও জুম।
ফেস আইডি, থ্রিডি ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি রয়েছে এ ফোনে। যা শুধু ফোন আনলক করতেই নয়, ব্যবহার করা যাবে অনলাইন পেমেন্ট, ব্যাংকিংয়ের ক্ষেত্রেও। ফোনটিতে রয়েছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও। কোনও হোমবাটন নেই আইফোন এক্সে। এটি সম্পূর্ণভাবে ওয়াটার ও ডাস্টপ্রুফ।
আপনার সাধের ফোনটিকে সাজাতে ফোনের সঙ্গে কিনতে পারেন নানা অ্যাক্সেসরিজও। ইন-হাউস ডিজাইন লেদার ও সিলিকন কেস কিনতে পারেন। মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির সেন্টারগুলো ছাড়াও গেজেট অ্যান্ড গিয়ার, এক্সিকিউটিভ মেশিন, আই সেন্টার, কম্পিউটার সোর্স, মোবাইল ওয়ার্ল্ড, পিকাবো.কমে আইফোন ১০ পাওয়া যাবে।