বিয়ের সময় চুলের বিভিন্ন হেয়ারস্টাইলিং টুল

এই শীতে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনেকেই। সাধারানত বিয়ের দিন সবার মুল আকর্ষণটা থাকে নতুন বউয়ের উপরই। বিয়ের দিন কনের হেয়ার স্টাইলের ওপর অনেকাংশে নির্ভর করে তার লুক।

স্ট্রেটনার
বিয়েতে প্রচুর অনুষ্ঠান রয়েছে।  ফলে আপনাকে নিজের লুক বদলাতে হবে বারংবার। কিন্তু কোন পোশাকের সঙ্গে কোন হেয়ারস্টাইল মানাবে তা তো আপনি জানেন না৷ কোনও পোশাকের সঙ্গে স্ট্রেট চুল মানানসই হতে পারে। সেক্ষেত্রে নিজের চেক লিস্টে অবশ্যই হেয়ার স্ট্রেটনার রাখুন৷

কার্লিং টং
অনেক ধরনের পোশাকের সঙ্গে কোঁকড়ানো চুলও ভীষণ ভালো লাগে। তাছাড়া সামনের কিছুটা চুল টং করে নেওয়াও ফ্যাশনে বেশ ইন।  ফলে আপনার কার্লিং টং কেনা অত্যন্ত জরুরি। নিজের চেক লিস্টে অবশ্যই কার্লিং টং রাখুন৷

ব্লো ড্রায়ার
আরেকটি দারুণ টুল হল ব্লো ড্রায়ার।  চুলের হেয়ারস্টাইল বারংবার বদলাতে হবে।  কিন্তু সবটাই ভীষণ তাড়াহুড়োয় সেক্ষেত্রে তাড়াতাড়ি চুল শুকিয়ে নেওয়ার জন্য ব্লো ড্রায়ারই ভরসা।ব্লো ড্রায়ারের সঙ্গে ডিফিউসার কিনে নিলে চুলের ময়শ্চারাইজার অক্ষুন্ন থাকবে৷

বড় দাঁতের চিরুনি
বড় দাঁতের চিরুনি সঙ্গে রাখা অত্যন্ত দরকারি। কারণ চুলের ওপর দিয়ে অনেক ধকল যাবে এই সময়৷ তার মধ্যে ছোট দাঁতের চিরুনি ব্যবহার করলে চুল ছিঁড়ে যাবে। কিন্তু বড় দাঁতের চিরুনি ব্যবহার করলে আপনার চুল পড়ার সমস্যা অনেকটা কমবে।

হেয়ার রোলার
বিভিন্নরকম স্টাইল করার জন্য হেয়ার রোলার অত্যন্ত প্রয়োজনীয়৷ হেয়ার স্টাইলিস্টের এই টুল অত্যন্ত দরকার হয়।  ফলে নিজের চেক লিস্টে হেয়ার রোলার রাখতে ভুলবেন না।

কাঁটা এবং ক্লিপ
বিয়ের সময় চুলের বিভিন্ন হেয়ারস্টাইল বদল করতে হবে।  আর সেই জন্য প্রচুর কাঁটা এবং ক্লিপ দরকার। অনেকসময় শপিং করতে গিয়ে বড় হেয়ার স্টাইলিং টুল কিনতে গিয়ে কাঁটা এবং ক্লিপ কিনতে ভুলে যায় অনেকে।

হেয়ার ব্রাশ
চুল মাঝেমধ্যে ব্রাশ করে নেওয়াটা জরুরি৷ ফলে চিরুনির পাশাপাশি হেয়ার ব্রাশ কিনতে ভুলবেন না৷ বিভিন্ন স্টাইল সেট করার সময় হেয়ার ব্রাশ অত্যন্ত দরকার হয়৷