শিশুদের কোডিং শেখানোর ৫০ বছর পূর্তিতে গুগলের প্রথম ডুডল
শিশুদের জন্য প্রোগ্রামিং ভাষার এই যাত্রা হয়েছিল ৫০ বছর আগে। আর ৫০ বছর পর এসে বিশ্বের উন্নত, উন্নয়নশীল এমন কী অনুন্নত দেশেও এখন শিশুদের এই প্রোগ্রামিং শেখানোর জন্য কাজ করে যাচ্ছে দেশগুলো।
শিশুদের প্রোগ্রামিং ভাষা বা কোডিং শেখানোর ৫০ বছর পূর্ণ হয়েছে। এই উদযাপন করতেই প্রথমবারের মতো বিশ্বব্যাপী ইন্টারনেট জায়ান্ট গুগল তার ডুডল তৈরি করে দিনটিকে উদযাপন করছে। এবারই প্রথমবারের মতো গুগল ডুডল তৈরি করে দিনটিকে আরও উপভোগ্য করে তুলেছে বলে বলছেন অনেক প্রোগ্রামাররা। একই সঙ্গে ডুডলটি কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যও বলে বলছে গুগল। শিক্ষকরা এই থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছেন শিশুদের কোডিং শেখাতে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশকিছু দেশে শিশুদের কোডিং শেখাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অনেক স্কুলে শিশুদের জন্য অনেকটা বাধ্যতামূলক হিসেবে রাখা হয়েছে কোডিং। কোডিং শেখার ফলে অনেক বাচ্চা পরবর্তী সময়ে বিশেষ করে চাকরি ক্ষেত্রে সুবিধা পায় বলে জানান ব্রিটেনের ৭৪ শতাংশ মা।
বাংলাদেশেও শিশুদের কোডিং শেখাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, বেসিসসহ বেশকিছু সংগঠন কাজ করছে।