প্রবাসী আয় বেড়েছে নভেম্বরেও

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে) রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০.৭৬ শতাংশ। এ পাঁচ মাসে দেশে ৫৭৬ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১২১ কোটি ৪৭ লাখ ডলার, যা আগের মাস অক্টোবরের চেয়ে পাঁচ কোটি ৫৭ লাখ ডলার বা ৪.৪৭ শতাংশ বেশি এবং গত অর্থবছরের একই মাসের তুলনায় ২৬ কোটি ৩৩ লাখ ডলার বা প্রায় ২৭.৬৭ শতাংশ বেশি। গত বছরের নভেম্বর মাসে একক মাস হিসেবে আগের পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। আর অক্টোবরে আসে ১১৫ কোটি ৯০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, নভেম্বর মাসে রাষ্ট্রীয় খাতের ছয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এ মাসে বিশেষায়িত খাতের ব্যাংক দুটির মাধ্যমে এসেছে ৯৮ লাখ ডলার। তথ্যে আরো দেখা যায়, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে নভেম্বরে ৯২ কোটি এক লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে দেড় কোটি ডলার।

দীর্ঘদিন ধরেই রেমিট্যান্স প্রবাহে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে দেশে রেমিট্যান্স আসে এক হাজার ২৭৬ কোটি ডলার, যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এটি আগের অর্থবছরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ কম ছিল। আগের অর্থবছরে রেমিট্যান্স আসে এক হাজার ৪৯৩ কোটি ডলার।