পেনড্রাইভ ফরম্যাট না হলে করনীয়
অনেক সময় পেনড্রাইভটি ফরম্যাট করার প্রয়োজনে পরে। কিন্তু অনেক সময়ই দেখা যায় কোনোভাবেই পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি ফরম্যাট হচ্ছে না। এমন অবস্থার সৃষ্টি হলে কিভাবে সমস্যাটি থেকে মুক্তি পাবেন তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
ডিজিটাল এই যুগে কোনো ফাইল আদান-প্রদান ও সংরক্ষণের জন্য পেনড্রাইভ বা মেমোরি কার্ড ব্যবহার করা হয়। প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করতে হবে। তারপর স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার দিয়ে কমান্ড প্রম্পট চালু করতে হবে।
এরপর diskpart লিখে এন্টার দেওয়ার পরে টাইপ করতে হবে list disk কমান্ড। তারপর ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। ডিস্ক নম্বর দিয়ে এন্টার দিতে হবে। যেমন Select Disk 2, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 2 হয়। পরবর্তী ধাপে clean লিখে এন্টার করে create partition primary লিখে এন্টার দিতে হবে।
সর্বশেষ মাই কম্পিউটারে ঢুকে পেনড্রাইভের যে ড্রাইভ লেটারটি দেখাবে তা ফরম্যাট করতে হবে। তাহলে সম্পূর্ণ পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি খালি দেখাবে।