কম দামে আইফোন দিতে চলছে আইফোন ফেস্ট

গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে আইফোন ফেস্ট।

ক্রেতাদের হাতে কম দামে আইফোন দিতে ভারতে চলছে আইফোন ফেস্ট। আইফোনের এই মেলায় বাজারের তুলনায় অনেক কম দামে মিলছে আইফোন। ক্রিসমাস উপলক্ষে আমাজন ইন্ডিয়া এই মেলার আয়োজন করেছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই ফেস্ট চলবে। আইফোন এসই থেকে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস পর্যন্ত ফোন কিনতে পাওয়া যাচ্ছে এই উৎসবে। এছাড়াও পুরনো আইফোন বদল করলে ক্রেতা ৯৫০০ টাকা পর্যন্ত ছাড়া পেতে পারেন।

এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে আইফোন কিনলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। ৩২ জিবি-র স্পেস গ্রে আইফোন ৬-এর দাম ৩,৫১০ টাকা কমে হয়েছে ২৫,৯৯০ টাকা। আইফোন এসই-র দাম বাজারে ২৬ হাজার টাকা। কিন্তু এখানে মাত্র ১৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।