অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ
রোববার বিটিআরসির নিজস্ব ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২০১৭ সালের অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এবার ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ১৭৭ জন কৃতকার্য হয়েছেন। এর আগে গত ১৯ আগস্ট বিটিআরসিতে অ্যামেচার রেডিও লাইসেন্সের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে সময় বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানিয়েছিলেন, এক মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। কিন্তু ফল পেতে প্রায় সাড়ে তিনি মাস অপেক্ষা করতে হয়।
তিনি আরও জানিয়েছেন, দেশে অ্যামেচার রেডিও ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন বিটিআরসি। এজন্য প্রতি বছর পরীক্ষা নেয়া হবে। এদিকে কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের অ্যামেচার রেডিও ব্যবহারকারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ অ্যামেচার রেডিও লীগ।
প্রতিষ্ঠানটির অন্যতম সংগঠক অনুপ কুমার ভৌমিক বলেন, ‘যারা অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের অভিনন্দন জানাই। আশা করি বিটিআরসি যথাযথ নিয়ম মেনে দ্রুতই তাদের রেডিও ব্যবহারের সুযোগ করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে’।
পরীক্ষার ফল জানা যাবে এই লিংকে- www.btrc.gov.bd/notice-board