দিনাজপুরে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত
“ইয়া নাবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা। ইয়া হাবীব সালামু আলাইকা, সালাওয়া তুল্লাহ আলাইকা” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে নানা আয়োজনে পালিত হলো ঈদে মিলাদুন্নবী।
আজ ২ডিসেম্বর শনিবার সকাল ১০টায় দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গন থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক বিশাল র্যালী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। হযরত মুহাম্মদ সাঃ এর জন্মদিনে মিলাদুন্নবী উদ্যাপন কমিটির আয়োজনে র্যালীতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ্জামান আশরাফ ও বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যবৃন্দ।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি