সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু রাশিয়ার

সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু হয়েছে। এ কথা বলেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রোশেভ। তিনি আজ (বৃহস্পতিবার) রাশিয়ার গণমাধ্যমকে বলেছেন, সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রস্তুতি সম্পন্ন হলেই প্রত্যাহার শুরু হবে।

সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ। সম্প্রতি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অদূর ভবিষ্যতেই সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের সমাপ্তি ঘটবে। এছাড়া রাশিয়ার সেনাপ্রধান বলেছেন, চলতি ২০১৭ সালের শেষ নাগাদ কিছুসংখ্যক রুশ সেনা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।

সিরিয়ার সরকারের আহ্বানে ২০১৫ সালে সেদেশে সেনা মোতায়েন করে রাশিয়া। আমেরিকার নেতৃত্বে বিভিন্ন দেশ সিরিয়ায় হস্তক্ষেপ শুরু করলে বাশার আসাদ মিত্র দেশগুলোর সহযোগিতা চায়। সে আহ্বানে সাড়া দিয়ে ইরান ও হিজবুল্লাহও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।