উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে গাড়ি দেয়ার সুপারিশ
বৈঠকে ‘সরকারি কর্মচারী আইন, ২০১৫ এর বর্তমান অগ্রগতি এবং সরকারি যানবাহন অধিদফতরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনসহ দ্রুততম সময়ের মধ্যে আইনটি প্রস্তুত করার সুপারিশ করা হয়। দেশের অনেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোনো সরকারি গাড়ি পাননি বলে সংসদীয় কমিটির কাছে অভিযোগ এসেছে। এ কারণে গাড়ি পাননি এমন ইউএনওদের দ্রুত গাড়ি দেয়ার সুপারিশ করেছে কমিটি।
এছাড়া থানা পর্যায়ে পুলিশ ও ভূমি অফিসে প্রয়োজনীয় যানবাহন দ্রুত ভিত্তিতে সরবরাহের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। বৃস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক এবং জয়া সেন গুপ্তা বৈঠকে অংশ নেন।