‘আমি বেঁচে আছি’: উমর আকমল

অনলাইন আর মিডিয়ার এই যুগে খবর ছড়িয়ে পড়তে সময় নেয় না । সঠিক কি ভুল, সে বিবেচনা না করে আমরাও অনেক সময় খবর শেয়ার করে দেই। মানুষের মৃত্যু নিয়ে মজা করতেও বুক কাঁপে না অনেকের। এমনই এক খবরের শিরোনাম হলেন উমর আকমল। পাকিস্তানজুড়ে তোলপাড়, ক্রিকেটার আকমল নাকি মারা গেছেন!

‘আমি বেঁচে আছি’ উমর আকমল1

কেউ হয়তো ইচ্ছে করেই এমনটা করেছেন। সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছিল, সঙ্গে খবর-ইসলামাবাদে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে দাঙ্গায় নিহত হয়েছেন উমর। স্বভাবতই ছবিটা ভাইরাল হয়ে যায় মুহুর্তেই। কেননা পাকিস্তানে দাঙ্গায় সত্যিই নিহত হয়েছেন কয়েকজন।

 ফেসবুকে যে ছবিটা দেয়া হয়, সেটা দেখতে অনেকটা উমর আকমলের মতোই। মানুষের বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। এই বিভ্রান্তি কাটাতে আকমল নিজেই টুইট করেন, ‘আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, লাহোরে আছি। সম্পূর্ণ সুস্থ আছি। সামাজিক মাধ্যমের সব খবর ভুয়া।’