বান্দরবানে বাঙ্গালী নেতাদের মানবনন্ধন কর্মসূচী অনুষ্ঠিত
পাহাড়ে চাঁদাবাজি, হত্যা, খুন সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে বান্দরবানে বাঙ্গালী নেতাদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ’সহ কয়েকটি বাঙ্গালী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বাঙ্গালী সংগঠনগুলোর নেতাকর্মীরা ছাড়াও লামা উপজেলার সরই ইউনিয়ন, সদরের রাজবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাহাড়ী-বাঙ্গালীরাও অংশ নেয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক আতিকুর রহমান, পার্বত্য ছাত্র পরিষদের সভাপতি কেন্দ্রীয় নেতা কামরান ফারুক, পার্বত্য বাঙ্গালী সমাজের নেতা মিজানুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, নভেম্বর মাসে সরই’য়ে মটর সাইকেল চালক সাজ্জাদ’কে হত্যা এবং রাজবিলায় মটর সাইকেল চালক আলিম’কে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। পাহাড়ে চাঁদাবাজি, অপহরণ, খুন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সন্তু লারমার বাহিনীরা। অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবী জানাচ্ছি। সন্তু লারমাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, কোনো গোষ্ঠীর নয়, পার্বত্যবাসীর নেতা হওয়ার চেষ্ঠা করুন। পার্বত্যাঞ্চলের পাহাড়ী-বাঙ্গালী সকলে আপনাকে সম্মান করবে, আপনার নেতৃত্ব মেনে নিবে।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি