শুক্রবার দেশের ১০০টি প্রেক্ষাগৃহে ‘হালদা’ মুক্তি, বৃহস্পতিবার প্রিমিয়ার

শুক্রবার (১ ডিসেম্বর) দেশের ১০০টি প্রেক্ষাগৃহে ‘হালদা’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। তার আগের দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তৌকির আহমেদ পরিচালিত সিনেমাটির প্রিমিয়ার শো হবে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। ছবির নির্মাতাই এ তথ্য জানান।

তৌকির আহমেদ বলেন, ‘যদি সিনেমা দেখে ভালো লাগে অন্তত একজনকে বলুন সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য। আমরা হালদা সিনেমা নির্মাণ করেছি বাংলাদেশের মানুষের জন্য, এ ছবির গল্প বাংলাদেশের নদী ও নারীর গল্প। আশা করি দর্শকের ভালো লাগবে।’

নুসরাত ইমরোজ তিশা জানান, অনেক নাটক সিনেমাতে অভিনয় করলেও ‘হালদা’য় তার চরিত্র একেবারেই নতুন এবং ভিন্ন। যা দর্শক আগে কখনো দেখেনি। ‘হালদা’ সিনেমার পরিবেশক দি অভি কথাচিত্র। সিনেমাতে অভিনয় করেছেন জাহিদ হাসান,মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান,মোমেনা চৌধুরী প্রমুখ।

আজাদ বুলবুল এর গল্পে হালদার চিত্রনাট্য লেখেছেন পরিচালক তৌকির আহমেদ নিজেই। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। গত ৬ অক্টোবর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় হালদা।