ভারতের হায়দরাবাদে যাচ্ছেন নায়িকা ববি

‘নোলক’ ছবির শুটিংয়ে অংশ নিতে ভারতের হায়দরাবাদে যাচ্ছেন নায়িকা ববি। অভিনেতা শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’-এর শুটিং ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে বলে জানা গেছে। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ববি জানান, তিনি এই ছবির জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন। আর ক্যামেরা ওপেন হবে শাকিবের সঙ্গে তার বেশ কিছু দৃশ্য ধারণের মাধ্যমে। 

জানা গেছে, ১ ডিসেম্বর শুরু হলে ছবির শুটিং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই ছবির কাজ শেষ করে ‘বেপরোয়া’র শুটিংয়ে ব্যাংকক যাবেন এ নায়িকা। ‘নোলক’ ছবির পরিচালক রাশেদ রাহা। চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ। পারিবারিক এবং একই সঙ্গে গ্রামীণ সমাজ, সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে এ ছবি।এর আগে শাকিব-ববিকে ফুল অ্যান্ড ফাইনাল, রাজত্ব, হিরো- দ্য সুপারস্টার, রাজাবাবু- দ্য পাওয়ার ছবিগুলোতে অভিনয় করেছেন তারা।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]