প্রাক্তন প্রেমিকের সঙ্গে এবারের ক্রিসমাস কাটাতে চাইলেন সেলেনা

কিছুদিন আগে কিডনি প্রতিস্থাপনের খবর প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন এই তারকা। লুপাস রোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে মানসিক অবসাদে ভোগার কারণে গত একটি বছর গানের জগত থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু প্রেমের সম্পর্কজনিত কারণে খবরের শিরোনাম হয়েছেন অসংখ্যবার। তিনি হলেন মার্কিন সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ। দ্য উইকেন্ডের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন আলোচনায় থাকা এই গায়িকা আবার ফিরেছেন প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবারের দুয়ারে।

প্রাক্তন প্রেমিকের সঙ্গে এবারের ক্রিসমাস কাটাতে চাইলেন সেলেনা 1

সম্প্রতি হলিউডের আলোচিত ঘটনার মধ্যে শীর্ষে অবস্থান করছে ২৩ বছর বয়সী জাস্টিন বিবার ও ২৫ বছরের সেলেনা গোমেজের নতুন সম্পর্ক। একসঙ্গে দুজনে প্রায়ই সময় কাটাচ্ছেন। সেই ছবি প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক দৈনিক পত্রিকাতে। যদিও এই বছরের ‘থ্যাংকস গিভিং’  একসঙ্গে সময় কাটাতে পারেন নি দুজন। আর তাই ক্রিসমাস উৎসবে অবশ্যই জাস্টিন বিবারের সঙ্গ চাইলেন সেলেনা।

জনপ্রিয় এই গায়িকা জানিয়েছেন, কোন উৎসব বিবারকে ছাড়া আর আনন্দ করতে চান না সেলেনা। তাই বড়দিনে জাস্টিনকে পাশে চান তিনি। সেলেনার কাছে পরিবারই সব। বড়দিনে পরিবারের সাথে থাকার সুযোগ কখনও হাতছাড়া করেন না। আবার জাস্টিনকে ছাড়াও বড়দিন উদযাপনে রাজি নন তিনি। তাই সেলেনা চাচ্ছেন বিবার যেন তার পরিবারের সঙ্গে এবারের বড়দিন পালন করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে হঠাৎ করেই বিবার-সেলেনার বিচ্ছেদের খবর পাওয়া যায়। তাদের বিচ্ছেদে হতাশ হয়েছিলেন ভক্তরা। মাঝে দুজনেই প্রেমিক প্রেমিকা বদলেছেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ দুজনেই পুরনো সম্পর্ক ভুলতে পারছেন না বলেই আবারও ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়েছেন বলে মনে করছেন ভক্তরা। আর তাদের নতুন সম্পর্ককে স্বাগতও জানিয়েছেন তারা।