গানে ও গল্পে সুকন্যা তিথি
প্রশ্ন: আপনি তো অনেক দিন ধরেই সঙ্গীত জগতের সাথে সম্পৃক্ত, গানের জগতে কিভাবে আসা বা গানের হাতেখড়ি আপনি কোথা থেকে নিয়েছেন?
উত্তরঃ আমার মা দিদা গান গাইত এবং আমার মাসি খুব ভাল গান গাইত। আমার মার ইচ্ছাতেই হয়তবা আমার গানের হাতেখড়ি। আমার জীবনের মজার ঘটনা হচ্ছে আমি গানের স্কুলে আগে ভর্তি হয়েছিলাম। স্কুলে পরে হয়েছি।
প্রশ্ন:আপনার গানের পিছনে মূল অনুপ্রেরণা কে ছিলেন?
উত্তর: আমার মূল অনুপ্রেরণা একজনের নাম বলতে গেলে বিরাট বড় একটা অপরাধ হয়ে যাবে। আমার বাবা মা তো অবশ্যই, আমার গুরুরা, আমার বাসায় এসে আশীষ কাকু গান শিখাতেন। আমার ওস্তাদজী নিহিরলালা সবাই আমার অনুপ্রেরণা।
প্রশ্ন: আপনি তো তৌকির আহমেদ এর ‘অজ্ঞাতনামা’ চলচিত্রে গান গেয়েছিলেন। চলচিত্রটি সম্প্রতি সার্ক চলচিত্র উৎসব এ পুরস্কার পেয়েছে। এ বেপারে আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছি?
উত্তর: অভিজ্ঞতা মারাত্মক। আমি খুব খুশি। এই আনন্দ বা খুশি বেক্ত করার ভাষা নেই। অজ্ঞাতনামার দুটি ভার্সন করা হয়। একটি হচ্ছে জাতীয় ভার্সন আরেকটি হচ্ছে আন্তর্জাতিক ভার্সন। আন্তর্জাতিক ভাবে অজ্ঞাতনামা যেখানেই পুরস্কার পাচ্ছে আন্তর্জাতিক ভার্সন এর টাইটেল গান টি আমার করা। তো যেখানেই যাচ্ছে এবং পুরস্কৃত হচ্ছে এইটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমার কোন ভাষা নেই, আমি মুগ্ধ, আমি বিমোহিত, আমি অনুপ্রাণিত।
প্রশ্ন: সম্প্রতি তৌকির আহমেদ এর আরও একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ‘হালদা’। এই সিনেমাতে আপনি পিন্টু ঘোষের সাথে গান গেয়েছেন। আপনাদের দু জন কে সচরাচর একসাথে গান গেতে দেখা যায় না। একসাথে গান গেতে পেরে কেমন লাগছে আপনার?
উত্তর: আসলে আমার ধরনটা একটু আলাদা। আমি পিওর ক্লাসিক্যাল গাই, লাইট ক্লাসিক্যাল গাই। পিন্টু ঘোষ হচ্ছে সুফি খুব সুন্দর গায়। সে ফোক খুব ভালবাসে। তার ধরনটা আমার ধরন টা একি শাখার দুটি উপশাখা। কখনো একসাথে একি গানে গলা মিলান হয় নাই। তৌকির ভাইয়ের এই ‘হালদা’ সিনেমাতে সেটাও হয়ে গেল। এবং একি সাথে আমরা দু দুটো গান একি সাথে গেয়েছি।
প্রশ্ন: আপনি যেহেতু ‘হালদা’ সিনেমাতে গান গেয়েছেন। সিনেমাটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি?
উত্তর: একটু ঘুরিয়ে বলতে গেলে আমার বাড়ী চাঁদপুর। কিন্তু আমি বড় হয়েছি চট্টগ্রামে। হালদা সিনেমার প্রেক্ষাপট হালদা নদীর ধারের কাছের মানুষগুলো। পারের মানুষগুলোর জীবনযাত্রা। এবং মা মাছগুলো কে যে আমরা কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এই দুটো প্রেক্ষাপট নিয়েই ‘হালদা’ সিনেমাটি।