রোনালদোর কুৎসিত মূর্তির জবাবে এবার ‘হ্যান্ডসাম’ মূর্তি

পর্তুগিজ ভাস্কর ইমানুয়েল সান্তোস অবশ্য নিজের কাজের পক্ষে সাফাই গেয়েছিলেন। আক্ষেপ ভরা কন্ঠে তিনি বলেছিলেন, ‘খোদ জেসাসও একসঙ্গে সবাইকে খুশি করতে পারবেন না।’

এবার সান্তোসের কুৎসিত মূর্তির জবাবটা দিয়েছেন আরেকটি মূর্তি বানিয়ে দিয়েছেন এক ভাস্কর। সেভিয়ার ভাস্কর হোসে অ্যান্তোনিও নাভেরোকে নাকি তার ছেলেই উৎসাহ দেন, রোনালদোর ’হ্যান্ডসাম’ একটি মূর্তি বানাতে! নাভেরোও সেটি বানান, যেটি দেখতে অনেকটাই রোনালদোর মত। আগামী সপ্তাহে এটি রিয়াল মাদ্রিদের মিউজিয়ামে উম্মোচন করা হবে।

পর্তুগাল আর স্পেনের দুইজন ভাস্করই তাদের মূর্তিটা বানিয়েছেন রোনালদোর ফটোগ্রাফ দেখে। ব্রোঞ্জের মূর্তি দুটোর লড়াইয়ে কে জিতেছে, সেটা রোনালদোর ভক্তরাই ভালো বলতে পারবেন।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]