তিশা-তৌসিফের নতুন নাটক ‘কাব্য বন্যা’

কোন এক নামী দামি মার্কেটের সামনে গাড়িতে একা বসে আছে বন্যা। ড্রাইভার গেছে কিছু একটা কিনতে। পাশে তাকিয়ে দেখলো একটু দূর হতে একটি ছেলে তার দিকে তাকিয়ে আছে। বন্যা তার দিকে তাকাতেই ছেলেটি এগিয়ে গাড়ির জানালার কাচের কাছে মাথা এনে বন্যাকে দেখছে। ইতিমধ্যে ড্রাইভার চলে আসায় তাকে আদেশ করলো দ্রুত গাড়ি ছাড়তে। গাড়ি চলতে শুরু করলো পিছনে এবার ছুটছে ছেলেটি। এভাবেই এগিয়ে চলে ‘কাব্য বন্যা’ নাটকের গল্প।

মমর রুবেলের রচনায় ‘কাব্য বন্যা’ নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যান কোরাইয়া, তানজিন তিশা, তৌসিফ মাহবুব প্রমুখ।

‘এ ফ্যাক্টরি থ্রি সলিউশনস প্রডাকশন’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন নাদিমুল ইসলাম। দৃশ্যধারণের দায়িত্বে ছিলেন সোহেল তালুকদার।

নাটকটি সম্পর্কে পরিচালক নাজমুল রনি বলেন, ভিন্ন ধারার একটি গল্প নিয়ে তৈরি ‘কাব্য বন্যা’ নাটকটি। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।

খুব শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।