দর্শকের মন কেড়েছে পিন্টু ঘোষ ও সুকন্যা মজুমদারের ‘গম গম লার’

জনপ্রিয় পরিচালক ও নির্মাতা তৌকীর আহমেদের প্রতিটি চলচ্চিত্রই যেন একটি আরেকটিকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্রত থাকে। তিনি সর্বশেষ দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছেন ‘অজ্ঞাতনামা’ ছবি দিয়ে। সব সময়েই তার গল্প ও নির্মাণে থাকে ভিন্নতা। তাই দর্শক অপেক্ষা করছিলেন তার নতুন ছবি ‘হালদা’র জন্য। সেই অপেক্ষার মাত্রা আরও বেড়ে যায় ছবিটির দ্বিতীয় গান ‘গম গম লার’ মুক্তির পর।

অল্প সময়েই দর্শক-সমালোচকদের প্রশংসার জোয়ারে ভাসে অসাধারণ এই গানটি। পিন্টু ঘোষ ও সুকন্যা মজুমদারের গাওয়া গানটি এরই মধ্যে শ্রোতাদের ভালো লাগা অর্জন করেছে। এরপর ছোট্ট একটি টিজার দিয়েও চমকের ইঙ্গিত দেয় ‘হালদা’। এরপর ট্রেলার প্রকাশের পর তো প্রশংসার ছড়াছড়ি।

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) গানটি ইউটিউবে প্রকাশ হয়। এই গানে পাওয়া গেছে আঞ্চলিকতার ছোঁয়া। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সুরের মিশ্রণে একটি আধুনিক প্রেমের গান এটি। প্রকাশের পরে ‘নোনাজল’ গানের মতোই সকলের মন ছুঁয়েছে ‘গম গম লার’।

এছাড়া গানের দৃশ্যে মোশাররফ করিম ও তিশার অভিনয় ছিলো মন ছুঁয়ে যাওয়ার মতো। গানের চিত্রায়ণ নিয়েও অনেকেই প্রশংসা করছেন।

‘হালদা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু, রুনা খান, শাহেদ আলী ও দিলারা জামান প্রমুখ। আজাদ বুলবুলের গল্প অবলম্বনে নির্মিত ‘হালদা’ ছবির গল্প আবর্তিত হয়েছে এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে। এর চারপাশে গড়ে ওঠা ভারী শিল্পপ্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্য পদার্থ, চারপাশের জমির কীটনাশকসহ নানা কারণে হুমকির মুখে পড়েছে নদীটি। সেই নদীর ওপর নির্ভরশীল এক মাঝিপাড়ার জীবন উঠে আসবে ছবিতে। নদী রক্ষায় সমাজ সচেতনতা তৈরিতে ‘হালদা’ ছবি একটি অনন্য উদ্যোগ বলে মনে করছেন বিশিষ্টজনেরা। আগামী ১ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাবে ‘হালদা’ ছবিটি।

https://youtu.be/iX1-uN4U6vE