মুন্সীগঞ্জে বিনামূল্যে ৫শ’রোগীর চিকিৎসা ও ওষুধ প্রদান
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে বিনামমূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১ টার দিকে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহাবুবে আলম।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপিতর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা মেডিলে হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু ইউসিুফ ফকির, প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুল হক, টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদ্যেস হাসান, আলীগ নেতা স্বপন মাঝি, ডা. বাসুদেব সাহা প্রমুখ।
দিনব্যাপী এ কর্মসূচীর আওতায় ইএনটি, মেডিসিন, লিভার ও গাইনী বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসক অন্তত ৫ শতাধিক গরীব রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি