ধদৌলতপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল-এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি দেয়ায় দেশ ব্যাপী আনন্দ শোভাযাত্রার অংশ হিসাবে দৌলতপুরে শনিবার বেলা ১১ টার সময় একটি আনন্দ শোভাযাত্রা দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় এলাকার জনপ্রতিনিধি, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ রেজাউল হক, উপজেলা চেয়ারম্যান, ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান, পিআইও সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, খাদ্য গুদাম কর্মকর্তা টিপু সুলতান প্রমুখ।

জহুরূল হক, কুষ্টিয়া প্রতিনিধি