কুড়িগ্রামে আনন্দ শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের শুরু হয়।

একইসাথে জেলার সব কয়টি উপজেলায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনু‌ষ্ঠিত হয়েছে । প্রত্যেকটি শোভাযাত্রায় স্বতঃস্ফূর্ত মানু‌ষের ঢল লক্ষ্য করা গেছে। এ‌তে বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের শিক্ষক-‌শিক্ষার্থী, সরকা‌রি-বেসরকা‌রি প্র‌তিষ্ঠা‌নের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়।

আনন্দ মি‌ছিল শে‌ষে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও ৭ মা‌র্চের ভাষণ নি‌য়ে এক আলোচনাসভা অনু‌ষ্ঠিত হয়। এছাড়াও কুইজ প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শ‌নের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ইউনেস্কো  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি