সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় ‘ভ্যাসলিনহিলিং প্রোজেক্ট’
পেট্রোলিয়াম জেলি ভেসলিন সুবিধাবঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতায় গত বছর থেকে শুরু করেছে ‘ভ্যাসলিনহিলিং প্রোজেক্ট’।
ত্বকের শুষ্কতা, ঠোঁট ফাটা, পা ফাটার মতো ত্বকের ছোটখাটো সমস্যা দেশের সুবিধাবঞ্চিত এলাকার মানুষদের জন্য বড় সমস্যা হয়ে উঠতে পারে, যা কঠিন করে তুলবে এ মানুষগুলোর জীবন। তাই তাদের পাশে দাঁড়িয়েছে ভেসলিন পেট্রোলিয়াম জেলি। বিশেষ করে উত্তরাঞ্চলের বৈরী আবহাওয়ায় যেসব মানুষ প্রতিদিন জীবিকার তাগিদে কষ্ট করে কাজ করেন, সেসব সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্যই কাজ করে ‘ভ্যাসলিনহিলিং প্রোজেক্ট’। গত বছর এই প্রোজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকার প্রায় ৫০০ হাজার মানুষের মাঝে ভেসলিন পেট্রোলিয়াম জেলি প্রদান করেছে ভেসলিন।
এ বছরও উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্বকের সুস্থতায় সহায়তা করার উদ্যোগ নিয়েছে ‘ভ্যাসলিনহিলিং প্রোজেক্ট’। তবে এবারে গত বছরের চেয়ে দ্বিগুণ, অর্থাৎ প্রায় এক লাখ মানুষের কাছে এই সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এ প্রকল্পের সঙ্গে থেকে সুবিধাবঞ্চিত মানুষকে ত্বকসংক্রান্ত প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে এবার ৩০০ জন ডাক্তার এবং ৬০০ নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে।
সামাজিক সচেতনাতামূলক এ কার্যক্রমের সঙ্গে শুরু থেকেই আছেন জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। ‘ভ্যাসলিনহিলিং প্রোজেক্ট’-এ যে কেউ অংশ নিতে পারেন। এ জন্য চোখ রাখতে হবে ভ্যাসলিনের অফিশিয়াল ফেসবুক পেইজ ভেসলিন বাংলাদেশ-এ।
‘ভ্যাসলিনহিলিং প্রোজেক্ট’ থেকে সংগৃহীত ভেসলিন পেট্রোলিয়াম জেলি পৌঁছে দেওয়া হবে উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে।