শ্যামনগরের গাবুরা ও নুরনগর ইউপিতে উপনির্বাচনের তফসিল ঘোষনা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির চেয়ারম্যান পদে ও নুরনগর ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনের তফসিল ১৩ নভেম্বর ঘোষনা করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ রবিউল ইসলাম জানান স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(৩) অনুসারে উপজেলার গাবুরা ইউপির চেয়ারম্যান পদে ও উপজেলার নুরনগর ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনের জন্য সময়সূচি নির্ধারণ করে গণ বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। সময়সূচি অনুযায়ী উভয় ইউপিতে রির্টানিং অফিসারের নিকট মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর-সোমবার, রির্টানিং অফিসার কর্তৃক মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর বুধবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর-বুধবার ও ভোট গ্রহণের তারিখ ২৮ ডিসেম্বর-বৃহস্পতিবার।

তিনি আরও বলেন ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে ২৭ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত উল্লেখিত পদে উপ-নির্বাচনে অংশ গ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল করা যাইবে। উল্লেখ্য যে গাবুরা ইউপির চেয়ারম্যানের মৃত্যু জনিত কারণে পদটি শূণ্য হয়।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি