বিকিনি পরা নিয়ে আক্রমণের মুখে এষা গুপ্তা!

সোশ্যাল সাইটে ফের আক্রমণের মুখে এষা গুপ্তা। ঐশ্বর্য রাই, করিনা কাপুর খান, ফাতিমা সানা শেখ, আমিশা প্যাটেল-এর মতো পোশাক নিয়ে ইতিমধ্যেই একাধিকবার আক্রমণের মুখে পড়তে হয়েছে এষা গুপ্তাকে। লাল রঙের বিকিনি পরে বেশ আবেদনময়ী ভঙ্গিতে ছবি তুলে সম্প্রতি সোশ্যাল মডিয়ায় তা প্রকাশ করেন এষা গুপ্তা। আর সেই ছবি নিয়ে এখন নেট দুনিয়ায় চলছে হুলুস্থুল কাণ্ড।

এষার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা রকম হাস্যকর কৌতুক। কেউ কেউ আবার এরকম খোলামেলা পোশাকের ছবি দেখে বিব্রত হচ্ছেন। তবে এখানেই থেমে যাননি নেটিজেনরা, এষাকে নীল ছবির নায়িকা বলেও কটাক্ষ করা হয়েছে। শুধু মাত্র বিকিনিতে ছবি পোস্টের জন্যই এষাকে ‘পর্নস্টার’ হওয়ার উপযুক্ত বলেও করা হয়েছে আক্রমণ।  কিন্তু, নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়েও সোশ্যাল সাইটে ছবি পোস্ট করা বন্ধ করেননি বলিউডের ওই অভিনেত্রী।

সম্প্রতি আমিশা প্যাটেলের বিরুদ্ধেও টুইটারে ক্ষোভ উগরে দেয় নেট জনতার একাংশ। ঘুম থেকে উঠেই কেন বিকিনি পরে ছবি পোস্ট করেছেন আমিশা, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আর এবার ফের পোশাকের জন্য সোশ্যাল সাইটে ক্ষোভের মুখে পড়লেন এষা গুপ্তা।